কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৪

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৪ | Professors Current Affairs February 2024 PDF | প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স যে বা যারা সংগ্রহ করতে চান অথবা সরাসরি পড়তে চান তাদের জন্য আমাদের আজকের পোস্ট। কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণত সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য নিয়মিত পড়ে থাকেন অনেকেই। এছাড়াও যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অথবা এডমিশন দিতে চলেছেন তাদেরও কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ার প্রয়োজন পড়ে।

তো আপনি চাইলে আমাদের এই পোস্ট থেকে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে ২৮ তারিখের সাম্প্রতিক বিষয়বস্তু অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ে ফেলতে পারেন। সেই সাথে সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য পড়তে পারেন আমাদের ওয়েবসাইটের অন্যান্য আরো কিছু পোস্ট। তাই দেরি না করে সাজেস্কৃত লিঙ্কে ভিজিট করুন এখনই। 

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৪

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৪

আমরা আমাদের পোস্টে নিয়মিত ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সংযুক্ত করব। তাই এই পোস্টটি এখনই বুকমার্ক করে রাখতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। আসুন কথা না বাড়িয়ে এখন জেনে নেই- 1st February 2024 Current Affairs in Bengali || ১লা ফেব্রুয়ারী ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে খুঁটিনাটি।

ফেব্রুয়ারির ১ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স | 1st February Current Affairs in Bengali

1.ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয় কবে?

  • ১লা ফেব্রুয়ারি
  • ২রা ফেব্রুয়ারি
  • ৩রা ফেব্রুয়ারি
  • কোনোটিই নয়

উত্তর:১ লা ফেব্রুয়ারি। 

2.দুর্ঘটনা এবং যানজট কমাতে ‘Sadak Surakhya Force’ লঞ্চ করলো কোন রাজ্য?

  • উত্তর প্রদেশ
  • কর্ণাটক
  • পাঞ্জাব
  • গুজরাট

উত্তর: পাঞ্জাব.

3.2023 Corruption Index-এ ভারতের স্থান কত?

  • ১০১
  • ৯০
  • ৯৩
  • ৯৫

উত্তর:৯৩

4.সম্প্রতি প্রয়াত রাধা চম্পাকালক্ষ্মী কে ছিলেন?

  • গায়িকা
  • ইতিহাসবিদ
  • অভিনেত্রী
  • চিকিৎসক

উত্তর: ইতিহাসবিদ.

5.Khelo India Winter Games 2024-এর ম্যাসকট হলো কোনটি?

  • Laya
  • Sheen-e She
  • Shera
  • Zinxi

উত্তর: Sheen-e She.

6.কোন দেশের রাষ্ট্রপতি পদে চতুর্থবার পুনরায় নির্বাচিত হলেন Azali Assoumani?

  • কমোরোস
  • ক্যামেরুন
  • আলজেরিয়া
  • মরক্কো

উত্তর: কমোরোস 

7.ওড়িশা ফুটবল ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে Kalinga Super Cup জিতলো কে?

  • মোহন বাগান
  • ইস্ট বেঙ্গল
  • বেঙ্গালুরু
  • কোনোটিই নয়

উত্তর: ইস্ট বেঙ্গল.

8.IMF-এর মতে, বর্তমান আর্থিক বছরে ভারতের GDP গ্রোথ কত শতাংশ হবে?

  • ৬.২%
  • ৫.৯%
  • ৭%
  • ৬.৭%

 উত্তর:৬.৭%.

9.প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করলো কোন কোম্পানি?

  • Microsoft
  • AMD
  • Neuralink
  • Apple

উত্তর: Neuralink.

10.কোন রাজ্য পুলিশের DSP পদে নিযুক্ত হলেন ক্রিকেটার দীপ্তি শর্মা?

  • উত্তর প্রদেশ
  • হরিয়ানা
  • মহারাষ্ট্র
  • উত্তরাখণ্ড

উত্তর: উত্তর প্রদেশ. 

Professors Current Affairs February 2024 PDF Download

ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪ এ সংখ্যায় বিশেষ আয়োজন গুলো হলো —

  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সংখ্যাতত্ত্বে ভাষা আন্দোলন
  •  ডেনমার্কের নতুন রাজা 
  • শেখ হাসিনার নেতৃত্বে পঞ্চম মন্ত্রিসভা 
  • ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলা
  • ৩৬৬ দিনে বছর ২০২৪

তো অডিয়েন্স বন্ধুরা, আমরা মূলত আমাদের এই ওয়েবসাইটে কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৪ এর সকল ইনফরমেশন স্পষ্ট ভাবে তুলে ধরবো,। তাই নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

আরও দেখুনঃ

All Easy Google News
Setu
Setu

Assalamu Alaikum, I am Setu. An ordinary girl studying in honors. Currently engaged in the world of technology. I am very passionate about blogging and writing. I like to learn and share something new😇

Articles: 138

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *