জেনে নিন- পোল্যান্ড কাজের বেতন কত?

পোল্যান্ড কাজের বেতন কত, ২০২৩ সালে এসে পোল্যান্ডে কোন কোন কাজ পাওয়া যাচ্ছে এবং ওই সকল কাজের বিনিময়ে মান্থলি কেমন সেলারি প্রদান করা হয়, পোল্যান্ডের সর্বোচ্চ বেতন ভাতা এবং পোল্যান্ডের বেসিক বেতন কত সে সম্পর্কে জানতে আগ্রহী পাঠক বন্ধুদের কে জানাই আজকের আলোচনা পর্বে স্বাগতম। কেননা আজ আমরা– পোল্যান্ডের কাজের বেতন কত সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য তুলে ধরব আজকের এই নিবন্ধনটিতে। 

পোল্যান্ড কাজের বেতন কত

তো আপনি যদি একজন বাংলাদেশী নাগরিক হয়ে থাকেন এবং আপনার পরিকল্পনা থাকে পোল্যান্ডে কর্মরত হবার, তাহলে পোল্যান্ড কাজের বেতন কত সে সম্পর্কে ধারণা রাখতে আর্টিকেলটি পড়ুন। তাহলে আসুন– পোল্যান্ড কাজের বেতন কত এবং পোল্যান্ড কেমন দেশ, পোল্যান্ড টাকার রেট ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

আরও পড়ুনঃ শূন্য থেকে কোটিপতি হওয়ার উপায়

পোল্যান্ড কাজের বেতন কত?

নিজ দেশ থেকে বাইরের দেশে কাজের জন্য অনেকেই গিয়ে থাকেন। আর বহুদিন যাবত বাংলাদেশ থেকে প্রচুর মানুষ পোল্যান্ডে কাজের ভিসা নিয়ে পারি জমিয়েছেন। আর তাদের লক্ষ্য বলা চলে– টাকা ইনকাম। তাই স্বাভাবিকভাবেই পোল্যান্ডে কাজের বেতন কত এ সম্পর্কে জানাটা ওই সকল মানুষদের জন্য খুবই জরুরী। 

আর তাই আলোচনার এ পর্যায়ে আমরা পোল্যান্ড কাজের বেতন কত ২০২৩, পোল্যান্ডে কোন কাজের বেতন বেশি এবং পোল্যান্ডের বেসিক বেতন ও পোল্যান্ডের সর্বনিম্ন বেতন কত তা স্টেপ বাই স্টেপ তুলে ধরব। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে– আমাদের উল্লেখিত এমান্টের কম অথবা বেশি টাকা বেতন হিসেবে আপনি পেতেই পারেন পোল্যান্ডে। আর এটা মূলত আপনার দক্ষতা, যোগ্যতা কাজের ধরনের উপর নির্ভর করবে।

কেননা আপনি যদি একজন অভিজ্ঞ ও দক্ষতা সম্পন্ন কর্মজীবী হয়ে থাকেন এবং আপনার কাজটি একদম ইউনিক ভাবে তাদের মন মত করতে পারেন তাহলে এই সকল বিষয়ের উপর ভিত্তি করে আপনার চাকরির বেতন বা কাজের সেলারি স্বাভাবিকভাবেই বাড়িয়ে দেওয়া হতে পারে। তবে বেসিক বেতনের ধারণা রাখতে পোল্যান্ডের কাজের বেতন কত হতে পারে সে সম্পর্কে জেনে রাখুন।

আরও পড়ুনঃ সাধারন জ্ঞান সম্পর্কিত প্রশ্নাবলী ও তার উত্তর.

 পোল্যান্ড টাকার রেট | পোল্যান্ড ১ টাকা বাংলাদেশের কত টাকা

পোল্যান্ডে মূলত টাকাকে জলোটি বলা হয়। কেননা সেই দেশের মুদ্রার নাম পোল্যান্ড জলোটি। বাংলাদেশী টাকায় মূলত এক পোল্যান্ড জোলোটি সমান ২৫ টাকা ২৮ পয়সা। অতএব আপনি যদি পোল্যান্ডে কোন কাজ করে ৩২০০০ জলোটি পারিশ্রমিক হিসেবে পেয়ে থাকেন তাহলে হিসাব অনুযায়ী বাংলাদেশী টাকায় টাকার এমাউন্ট দাঁড়াবে ৮০.৮৯৬ টাকা। 

পোল্যান্ড কাজের বেতন | পোল্যান্ডে হাই পারিশ্রমিকের কাজ ও তার বেতন

আপনি যদি পোল্যান্ডে কোন কোম্পানিতে কর্মী হিসেবে নিযুক্ত হয়ে থাকেন তাহলে মোটামুটি এক লক্ষ থেকে শুরু করে দুই অথবা আড়াই লক্ষ টাকা মান্থলি ইনকাম করতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই মোটামুটি ভালো একটা কোম্পানিতে চাকরির সুযোগ লুফে নিতে হবে আপনাকে। 

পোল্যান্ড কাজের বেতন কত ২০২৩ এ প্রশ্নের উত্তরে মূলত আমরা কাজের সেলারি হিসেবে লক্ষ প্লাস টাকা সাজেস্ট করব। কেননা ইতিমধ্যে যে সকল বাঙালি ছেলে বা মেয়েরা পোল্যান্ডে কর্মরত রয়েছেন, তারা কোম্পানি এবং ফ্যাক্টরি জাতীয় খাতে কাজ করে মান্থলি ২ লক্ষ টাকার অধিক ইনকাম করতে সক্ষম হচ্ছেন। আর সেই দিক বিবেচনা করে আপনি স্বাভাবিকভাবেই এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন পোল্যান্ড দেশটিতে। 

আর হ্যাঁ, যদি পোল্যান্ডের সবচেয়ে ডিমান্ডেবল কাজের ক্ষেত্র সম্পর্কে জানতে চান তাহলে বলবো– সে দেশটি তে মূলত রেস্টুরেন্টের কাজগুলোর কদর বেশি। পাশাপাশি ড্রাইভিং এবং সফটওয়্যার কোম্পানিগুলোতে হাই বেতনে কর্মী নিয়োগ দেওয়া হয়। তবে হ্যাঁ, আপনি যদি সফটওয়্যার কোম্পানিগুলোতে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনাল হতে হবে।

সেই সাথে সফটওয়্যার কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করে আপনি অনলাইনের মাধ্যমে ওই সকল মার্কেটপ্লেস এ কাজ করার সুযোগটিও কাজে লাগাতে পারেন। কেননা এতে করে পোল্যান্ড থেকে আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। কারণ নেটওয়ার্কিং এর চাহিদা অনেক বেশি সেই দেশটিতে।

আর আপনি যদি অনলাইন কাজের সাথে নিযুক্ত হন এবং নিজের একটা দারুন পোর্টফোলিও তৈরি করতে পারেন তাহলে পোল্যান্ডে ভালো পারিশ্রমিকের কাজ হর-হামেশাই পেতে পারেন, যে কাজগুলো করে আপনি মাসে মোটামুটি তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আশা করা যায়। এবার আসুন জেনে নেওয়া যাক পোল্যান্ডের বেসিক বেতন এবং সর্বনিম্ন বেতন কত। 

পোল্যান্ডের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত?

পোল্যান্ডের সর্বনিম্ন বেতন হলো এক লক্ষ আশি হাজার টাকা। জানলে অবাক হবেন সেই দেশে সিকিউরিটি গার্ডেরই বেতন এত! আর আপনি যদি কোন কোম্পানিতে বা অন্যান্য কর্মক্ষেত্রে নিযুক্ত হতে পারেন তাহলে স্বাভাবিকভাবেই আপনার বেতনের পরিসীমাটা অনেক বেশিই হবে।

সেই সাথে ওই দেশটির সর্বোচ্চ বেতন ৬ লক্ষ ৫০ হাজার টাকা। আর এটা অবশ্যই আপনার দক্ষতা, যোগ্যতা কাজের ধরন এবং অভিজ্ঞতার ওপর নির্ভর করে হয়ে থাকবে। এবার আসুন আলোচনার এই পর্যায়ে পোল্যান্ডের কিছু কাজ এবং সে সকল কাজে কর্মীরা সাধারণত কেমন এমাউন্টের বেতন পেয়ে থাকে সেগুলো জানা যাক। 

পোল্যান্ডে জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কারদের বেতনঃ দক্ষতা এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে পোল্যান্ড দেশটিতে জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কারদের মাসে ৩২০০ থেকে শুরু করে ৩৫০০ জলোটি প্রদান করা হয় অর্থাৎ বাংলাদেশী টাকায় ৮০.৮৯৬ টাকা থেকে ৮৮,৪৮০ টাকা। তবে হ্যাঁ, যারা হেলপার হিসেবে কাজ করেন তাদের অ্যামাউন্ট ২৪০০ থেকে ২৬০০ জলোটি হয়ে থাকে। তাহলে সেটা বাংলাদেশী টাকায় কত হতে পারে তা নিজেই আন্দাজ করে দেখুন।

পোল্যান্ডে ফার্নিচারের কাজের বেতনঃ ফার্নিচারের কাজের বিনিময়ে পোল্যান্ড দেশটিতে একজন কর্মীকে কনস্ট্রাকশন ওয়ার্কারদের মতো ঠিক একই অ্যামাউন্টের স্যালারি প্রদান করা হয় অর্থাৎ মাসে ৩২০০ থেকে ৩৫০০ জলোটি প্রদান করা হয়। যেটা বাংলাদেশী টাকায় ৮০.৮৯৬ টাকা থেকে ৮৮,৪৮০ টাকা।

পোল্যান্ডে ওয়ার হাউসে কাজের বেতনঃ পোল্যান্ডে আরামদায়ক কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওয়ার হাউজের কাজ। যে কাজটি করে মূলত কর্মীরা পারিশ্রমিক হিসেবে মান্থলি বেতন পেয়ে থাকে ২৬০০ থেকে ৪৫০০ জলোটি, যা বাংলাদেশী টাকায় ৬৫,৭২৮-১১৩,৭৬০ টাকা। 

ফ্যাক্টরির কাজে পোল্যান্ডের বেতনঃ পোল্যান্ডে ফ্যাক্টরির কাজে প্রচুর লোক নিয়োগ দেওয়া হয় এবং নিয়োগকৃত কর্মীদেরকে পারিশ্রমিক হিসেবে প্রদান করা হয় ২৭০০-৩২০০ জলোটি। তবে যদি খুব পারদর্শী না হয়ে থাকে তাহলে সে সকল কর্মীদেরকে পারিশ্রমিক হিসেবে মোটামুটি প্রদান করা হয় ১৬০০-২২০০ জলোটি, যেটা বাংলাদেশী টাকায় ২৫.২৮ এর সঙ্গে উক্ত ২ এমাউন্ট গুণ করলেই পেয়ে যাবেন। 

তো পাঠক বন্ধুরা, আশা করছি আমাদের আলোচনার মাধ্যমে পোল্যান্ডে কাজের বেতন কত সে সম্পর্কে বেসিক ধারণা অর্জন করতে পারছেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।

All Easy Google News
Setu
Setu

Assalamu Alaikum, I am Setu. An ordinary girl studying in honors. Currently engaged in the world of technology. I am very passionate about blogging and writing. I like to learn and share something new😇

Articles: 137

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *