গু কালার জার্সি- আজকাল অনেকেই সার্চ করেন এই কিওয়ার্ডটি লিখে। বিশেষ করে যারা আর্জেন্টিনা সাপোর্টার। তারা মূলত, ব্রাজিল সাপোর্টারদের খেপানোর উদ্দেশ্যে, হাঁসি-বিদ্রূপ-তামাশা করে বলেই থাকে, তাদের দলের জার্সির কালার হলুদ মানে গু কালার জার্সি।
বিষয়টা সত্যিই অনেক হাস্যকর। তবুও যারা বন্ধুদের খ্যাপানোর উদ্দেশ্যে সচরাচর গু কালার জার্সির ছবি খুঁজে থাকেন তারা আমাদের আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কল করতে পারেন। কেননা আজ আমরা হলুদ কালার জার্সি পিক অর্থাৎ গু কলার জার্সির ছবি শেয়ার করব আজকের এই পোস্টে।
গু কালার জার্সির ইতিহাস
ফুটবল রাজ্যে হলুদ জার্সি মানেই হচ্ছে ব্রাজিল অর্থাৎ গু কালার জার্সি বলতে ব্রাজিল দলের জার্সিকে ইঙ্গিত করা হচ্ছে। বর্তমানে মানুষ অনেক বেশি প্রযুক্তি নির্ভর। আর এখন যে কোন কিছু জানার প্রয়োজন পড়লেই সার্চ করে তাকে গুগল সার্চ ইঞ্জিনে।
আমাদের মধ্যে হয়তো অনেকেই জানবেন একটা সময় ব্রাজিলের এই জার্সির রং ছিল সাদা এবং নীল। কিন্তু বর্তমানে সেটা বদলে হয়ে গিয়েছে হলুদ। কিন্তু জানেন কি ব্রাজিলের এই জার্সির রং আজ কেন এই হলুদ অর্থাৎ গু কালার জার্সিতে পরিণত হয়েছে।
সত্যি বলতে এই হলুদের পথ চলা মোটেও সহজ ছিল না। এই হলুদ জার্সির আগের গল্পটা প্রতিটি ব্রাজিলিয়ানদের জন্য আক্ষেপের। বলা যায় ওই দিনগুলো ভুলে থাকতে পারায় যেন ব্রাজিল তাদের জন্য শান্তি। কিন্তু তবুও ইতিহাস কথা বলে। মানুষ সুখের মুহূর্ত কখনো কখনো ভুলে যেতে পারে কিন্তু দুঃখের মুহূর্ত চিরকালীন স্থায়ী হয় এবং সেটা মনে মনে কথায় থেকেই যায়।
১৯৫০ সালে বিশ্বকাপ জয়ের আশায় এগিয়ে চলেছিল ব্রাজিল। কিন্তু সেই ম্যাচে জয় না হয়ে তাদের ভাগ্যে জোটে হার। তাই চিরকালীন দুঃখের শোধ হিসেবে ১৯৭০ সালে বিশ্বকাপে তারা পায় হলুদ জার্সি। পূর্বে তাদের জার্সির রং ছিল সাদা এবং নীল। যেটা আকাশের স্বচ্ছতা এবং পতাকার নীল রঙের সাথে সামঞ্জস্য করে তৈরি করা হয়েছিল। কিন্তু হেরে যাওয়ার সেই দুঃখে ব্রাজিললিয়ানরা জার্সিকে অপয়া মনে করে পরবর্তীতে দুঃখের শোধ হিসেবে হলুদ করার জার্সি চলমান করার সিদ্ধান্ত নেন।
এক কথায় তাদের সেই দুর্ভাগ্যের কারণে বলির পাঠা হতে হয় স্বচ্ছ প্রানবন্ত সুন্দর সেই সাদা এবং নীল রঙের জার্সিকে। যেটা বর্তমানে হলুদ কালার জার্সি হিসেবে ব্রাজিলিয়ানদের পরিচয় বহন করছে। আর বিপরীত দলের মানুষ বা সাপোর্টার সাধারণত মজার ছলে এটাকে সম্বোধন করে থাকে গু কালার জার্সি বলে।
গু কালার জার্সি পিক
তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, এই ছিল গু কালার জার্সি এবং গু কালার জার্সি পিক সম্পর্কিত আমাদের আজকের আলোচনা পর্ব। তবে ব্যক্তিগত মতামত থেকে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে– আমরা যে দলেরই সাপোর্টার হয়ে থাকি না কেন আমাদের প্রত্যেকের উচিত ভাষার সদ্ব্যবহার করার এবং কথার মাঝে সুশীলতা বজায় রাখা।
তাই গু কালার জার্সি না বলে এটাকে আমরা স্বাভাবিকভাবেই হলুদ জার্সি বা ব্রাজিলিয়ানদের জার্সি বলেও সম্বোধন করতেই পারি। যেটা শুনতে অনেক বেশি মার্জিত এবং শ্রুতি মধুর। তো সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আরও দেখুনঃ