অনলাইনে টাকা কামানোর জনপ্রিয় ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস

অনলাইনে টাকা কামানোর জনপ্রিয় ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস কোনগুলো, কোন অ্যাপসগুলো থেকে ফ্রিতে টাকা ইনকাম করা যায়? ২০২৪ সালে টাকা ইনকাম করার সেরা ওয়েবসাইট কোনটি? এমন হাজারো প্রশ্ন করে থাকেন ইউজার। কেননা এখন এটা কারোরই অজানা নয় যে– অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়।

অনলাইনে টাকা ইনকামের বিষয়টি এখন সকলের কাছেই পরিচিত এবং স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আর তাই সবাই- অনলাইন থেকে টাকা ইনকাম করা সত্যিই সম্ভব কি নয়,  এমন ধরনের প্রশ্ন না করে বরং জানতে চাচ্ছে কিভাবে কোন মাধ্যমে অনলাইন থেকে বেশি বেশি টাকা ইনকাম করা যায়?

অনলাইনে টাকা কামানোর জনপ্রিয় ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস

আর তাই আজ আমরা আমাদের এই আর্টিকেলে অনলাইনে টাকা কামানোর জনপ্রিয় ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস গুলোর নাম সাজেস্ট করব। আশা করি আমাদের উল্লেখিত ইনফরমেশন গুলো আপনাদের অনলাইন ইনকাম এর ক্ষেত্রে অনেকটাই ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ অনলাইনে টাকা কামানোর সহজ উপায় কি

অনলাইনে টাকা কামানোর জনপ্রিয় ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস

দেখুন বর্তমান সময়ে প্রত্যেকটি বড় বড় প্রতিষ্ঠানেরই মূলত একটি ওয়েবসাইট এবং একটি এপ্লিকেশন সফটওয়্যার থেকে থাকে। আর এগুলোর কাজ রয়েছে বলেই তারা টাকা খরচ করে তৈরি করে নেয় এটা নিশ্চয়ই মানেন? আর তাই স্বাভাবিকভাবেই অনলাইনে টাকা ইনকামের জন্য ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস সবচেয়ে সেরা ভূমিকা রাখবে এটা সত্যি। 

কিন্তু কথা হচ্ছে, অসংখ্য ওয়েবসাইট এবং অসংখ্য অ্যাপস গুলোর মধ্যে থেকে কোন গুলো টাকা ইনকামের জন্য কার্যকরী! আমরা মূলত বোঝার সুবিধার্থে এ পর্যায়ে টাকা ইনকামের সেরা ওয়েবসাইট এবং টাকা ইনকামের সেরা মোবাইল এপপ্স গুলোর নাম আলাদা ভাবে তুলে ধরছি।

অনলাইনে টাকা কামানোর জনপ্রিয় ওয়েবসাইটসমূহ

বর্তমান সময়ে অনলাইনে টাকা কামানোর জনপ্রিয় ওয়েবসাইট হিসেবে দাপিয়ে বেড়াচ্ছে নিম্ন বর্ণিত ওয়েবসাইট গুলো, যেগুলোর নাম এবং লিংক তুলে ধরা হলো:-

  • Belancer.com ভিজিট করতে চাইলে ক্লিক করুনঃ-  লিংক
  • Merch by Amazon ভিজিট করতে চাইলে ক্লিক করুনঃ-  লিংক
  • Shutterstock ভিজিট করতে চাইলে ক্লিক করুনঃ-  লিংক
  • www.upwork.com ভিজিট করতে চাইলে ক্লিক করুনঃ-  লিংক
  • www.fiverr.com ভিজিট করতে চাইলে ক্লিক করুনঃ-  লিংক
  • Kolotibablo.com ভিজিট করতে চাইলে ক্লিক করুনঃ-  লিংক
  • www.freelancer.com ভিজিট করতে চাইলে ক্লিক করুনঃ-  লিংক
  • www.neobux.com ভিজিট করতে চাইলে ক্লিক করুনঃ-  লিংক
  • www.peopleperhour.com ভিজিট করতে চাইলে ক্লিক করুনঃ-  লিংক

অনলাইনে টাকা আয়ের সেরা মোবাইল অ্যাপস

অনলাইনে টাকা কামানোর জনপ্রিয় ওয়েবসাইট যেমন রয়েছে ঠিক একইভাবে অনলাইনে টাকা ইনকাম করার জন্য রয়েছে পরিচিত ও জনপ্রিয় কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস। যে অ্যাপস গুলোর সহযোগিতায় আপনি অনলাইনে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন কাজ করে উপার্জন করতে পারবেন। বর্তমান সময়ে সবচেয়ে সুপরিচিত ও ব্যবহার্য অনলাইনে টাকা আয়ের অ্যান্ড্রয়েড অ্যাপস গুলো হচ্ছে:-

  • Kormo চাকরি মোবাইল অ্যাপ
  • iFarmer (বিনিয়োগ অ্যাপ)
  • শেবা বন্ধু মোবাইল অ্যাপ
  • কায়দা মোবাইল অ্যাপ
  • লুডো সার্কেল মোবাইল অ্যাপ
  • নগদ ইনকাম মোবাইল অ্যাপ
  • পাঠাও মোবাইল অ্যাপ
  • বিকাশ মোবাইল অ্যাপ
  • ফুডপান্ডা মোবাইল অ্যাপ
  • Cointiply মোবাইল অ্যাপ
  • উবার ড্রাইভার মোবাইল অ্যাপ
  • ফ্যান ফাইট মোবাইল অ্যাপ
  • AdMob মোবাইল অ্যাপ
  • খেলপ্লে রামি মোবাইল অ্যাপ
  • পকেট লিগ মোবাইল অ্যাপ
  • cWork মোবাইল অ্যাপ
  • ফিউশনক্যাশ মোবাইল অ্যাপ
  • Swagbucks মোবাইল অ্যাপ 
  • দারাজ মোবাইল অ্যাপ
  • গেমথন মোবাইল অ্যাপসহ প্রভৃতি।

আরও পড়ুনঃ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কত টাকা ইনকাম করা যায়?

ওয়েবসাইট থেকে টাকা ইনকামের নির্দিষ্ট পরিমাণ বলা সম্ভব নয়। কেননা এটা মূলত আপনার কর্ম দক্ষতা ও কর্মক্ষমতার উপর নির্ভর করবে। আপনি যদি নিজস্ব ওয়েবসাইট ক্রিয়েট করে তাতে কাজ করেন তাহলে প্রফেশনাল ভাবে কাজ করার পরবর্তীতে এক থেকে দেড় লক্ষ বা তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন। আর যদি মোটামুটি লেভেলের হয়ে থাকেন তবুও মান্থলি ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকাম করা সম্ভব। 

আর হ্যাঁ ওয়েবসাইটে ঠিক কত টাকা ইনকাম করা যাবে এটা জানার পূর্বে ওয়েবসাইট থেকে আয় করার উপায় গুলো সম্পর্কে ধারণা থাকাটা জরুরী। তাই এ পর্যায়ে বোঝার সুবিধার্থে আমরা ওয়েবসাইট থেকে টাকা উপার্জনের কয়েকটি জনপ্রিয় ও সহজ উপায় বা পদ্ধতি তুলে ধরবো। যথা:-

  • গুগল এডসেন্স/ব্লগিং
  • অ্যাফিলিয়েট মার্কেটিং
  • ই-কমার্স
  • গেস্ট ব্লগ পোস্ট
  • বিভিন্ন সার্ভিসিং
  • প্রোডাক্ট রিভিউ ইত্যাদি ইত্যাদি। 

অন্যদিকে মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনি আপনার কর্মদক্ষতার ওপর ভিত্তি করে টাকা ইনকাম করতে পারবেন। অ্যাপস থেকে মূলত রেফারেন্সের মাধ্যমে ইনকাম করা যায়, একাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে ইনকাম করা যায়, ভিডিও দেখে এবং এড এ ক্লিক করার মাধ্যমেও ইনকাম করা যায়। 

তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, যেহেতু অনলাইন ইনকাম একটা স্মার্ট ব্যবস্থাপনা এবং পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করার একটি অন্যতম সুযোগ, তাই আপনি চাইলে জনপ্রিয় এই অ্যান্ড্রয়েড অ্যাপস অথবা ওয়েবসাইট গুলোতে টুকটাক কাজ করে টাকা রোজগার করতে পারেন। মূলত এই সাইট গুলোতে আপনি আপনার পছন্দমত প্রত্যেকটি কাজ করতে পারবেন। যেমন ধরুন:-

আপনার লেখালেখি করতে ভালো লাগে। তাহলে আপনি রাইটিং সার্ভিস দিতে পারবেন। অথবা আপনার ভিডিও এডিটিং ভালো লাগে, তাহলে ভিডিও মেকার হিসেবে সার্ভিস প্রদান করতে পারবেন। কিবা ধরুন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং খুব ভালো বোঝেন তাহলে প্রোডাক্ট রিভিউ এবং মার্কেটিং নিয়েও কাজ করতে পারবেন উল্লেখিত ওই ওয়েবসাইট গুলোতে। 

আর এন্ড্রয়েড অ্যাপসগুলো থেকে মূলত স্বল্প টাকা ইনকাম করা যায়। অ্যাপস থেকে ইনকামের চারটি উপায় মূলত আমরা আপনাদেরকে সাজেস্ট করেছি। তাই আপনি চারটি মাধ্যমের যেকোনো একটি অথবা চারটি মাধ্যমকে কেন্দ্র করে অনলাইনে পার্টটাইম কাজ হিসেবে এই কাজটি করে সামান্য টাকা রোজগার করতে পারবেন। 

আর হ্যাঁ, আমরা আমাদের ওয়েবসাইটে অনলাইন ইনকাম রিলেটেড আরো কিছু পোস্ট পাবলিশ করেছি। আপনি যদি অনলাইনে ইনকামের কার্যকরী কিছু পদ্ধতি জানতে চান এবং অনলাইনে কোটি টাকা ইনকামের টিপস ও ট্রিকস জেনে এই সেক্টরে প্রফেশনালি কাজ করতে চান তাহলে এখনই আমাদের সাইটের অন্যান্য আর্টিকেল পড়ুন।

আরও দেখুনঃ

All Easy Google News
Setu
Setu

Assalamu Alaikum, I am Setu. An ordinary girl studying in honors. Currently engaged in the world of technology. I am very passionate about blogging and writing. I like to learn and share something new😇

Articles: 138

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *