স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) অপারেশনাল প্লানের অধীনে National Malaria Elimination Program (NMEP) and Aedes Transmitted Disease Control Program, এর মাধ্যমে Global Fund to Fight AIDS Tuberculosis and Malaria (GFATM) Grant, COVID-19 Response (C19RM) এর অর্থায়নে সারাদেশে ২৯টি Pressure Swing Adsorption (PSA) Oxygen Plant স্থাপন করছে। উক্ত ২৯টি PSA Oxygen Plant এর জন্য GFATM Grant এর আওতায় ৪টি ক্যাটাগরিতে ১৫৩টি পদ এবং সম্প্রতি শূন্য হওয়া NMEP এর দুইটি (০২) পদ (অ্যাকাউন্টস অফিসার-১, মেডিকেল টেকনোলোজিষ্ট- ল্যাব-১) সহ, নিম্নোক্ত তালিকা অনুযায়ী ১৫৫টি পদে জনবল নিয়োগ দেয়া হবে। নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন (Online) http://cdc.teletalk.com.bd ওয়েবসাইটে এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
আবেদনযোগ্য জেলাঃ | উলেখিত জেলা |
প্রতিষ্ঠানের নামঃ | স্বাস্থ্য অধিদপ্তর |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | https://dghs.gov.bd/ |
শূন্য পদের সংখ্যাঃ | ১৫৫ জন |
বয়সঃ | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতাঃ | এসএসসি-স্নাতক/ ডিপ্লোমা |
আবেদনের শেষ তারিখঃ | ০২ ডিসেম্বর ২০২৩ |
আবেদনের মাধ্যমঃ | অনলাইন (লিঙ্ক নিচে) |
স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আরও দেখুনঃ