চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে | চ্যাট জিপিটি আবিষ্কারক কে জানুন

চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে– বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় চ্যাট জিপিটি। বলা যায় এই মুহূর্তে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এটি। কেননা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে নতুন মাত্রা যুক্ত করতে চলেছে চ্যাট জিপিটি ওপেন এআই। গতবছরের নভেম্বরে তৈরি হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তার এই অ্যাপ্লিকেশনটি এখন সারা বিশ্বেই আলোচিত।

আর তাইতো শুধুমাত্র জানুয়ারি মাসেই বিশ্বের প্রায় ১০ কোটি মানুষ এটিকে ব্যবহার করেছে। চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার এখন এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ্লিকেশন হয়ে দাঁড়িয়েছে যাকে বলা হয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল টুলস। আর তাই সবাই জানতে আগ্রহী- চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে? চ্যাট জিপিটি আবিষ্কারক কে!

আজকের এই আর্টিকেলে মূলত আমরা- চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে এবং এর প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করব। তাহলে আসুন শুরু করা যাক। সেই সাথে আপনারা যারা জানতে আগ্রহী চ্যাট জিডিপি কিভাবে কাজ করে? তাদেরকে বলব আমাদের উল্লেখিত লিংকে ভিজিট করুন এবং জেনে নিন চ্যাট জিপিটির ব্যবহার বিধি সম্পর্কে এ টু জেড।

আরও পড়ুনঃ চ্যাট জিপিটি কিভাবে কাজ করে?

চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে?

চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা হল ওপেন এআই। আর ওপেন এআই হচ্ছে একটি আমেরিকান কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণামূলক প্রতিষ্ঠান। যেটা  অলাভজনক প্রতিষ্ঠান ওপেনএআই ইনকর্পোরেটেড এবং সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ওপেনএআই লিমিটেড পার্টনারশিপ নিয়ে গঠিত হয়েছিল।

ওপেনএআই বন্ধুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রচার ও বিকাশের জন্য গবেষণা পরিচালনা করে। এরপর সংস্থাটি ২০১৫ সালে সান ফ্রান্সিসকোতে স্যাম অল্টম্যান, রিড হফম্যান, জেসিকা লিভিংস্টন, ইলন মাস্ক, ইলিয়া সুটস্কেভার, পিটার থিয়েল এবং অন্যান্যদের দ্বারা প্রতিষ্ঠিত। আর আপনি নিশ্চয়ই এটা জানেন ওপেন এ আই বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবনী সংগঠনের মধ্যে একটি। যা মানুষ ও কম্পিউটারের মধ্যে ভাষা যোগ্যতা নির্ধারণ করার প্রশিক্ষণ পাওয়া মডেলগুলোর উন্নয়ন সমর্থন করে। 

চ্যাট জিপিটি মূলত কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাট বট ওপেন এআই। যেখানে একটি কথোপকথন মূলক ইন্টারফেস রয়েছে এবং সেখানে আপনি আপনার স্বাভাবিক ভাষায় যেকোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন এবং মুহুর্তেই পেয়ে যাবেন তার সমাধান। মূলত যেকোনো ভাষায় প্রশ্ন করার কয়েক সেকেন্ডের মধ্যে একটি প্রতিক্রিয়া মূলক উত্তর প্রদান করে থাকে chat জিপিটি। যা ২০২২ সালের নভেম্বরে চালু হয়েছিল এবং এটি চালু হওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যে এক মিলিয়ন ব্যবহারকারীর মাইলফলক অর্জন করেছিল। 

চ্যাট জিপিটি আবিষ্কারক কে?

চ্যাট জিপিটি (ChatGPT) একটি বৃহত্তম ভাষা মডেল, যা OpenAI দ্বারা তৈরি করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত এবং প্রভাবশালী ভাষা মডেলের একটি উদাহরণ। আর আমরা সবাই জানি, OpenAI হলো একটি কম্পিউটার সায়েন্স কোম্পানি, যা একাধারে কার্যকরী এবং শক্তিশালী নিউরাল নেটওয়ার্ক মডেলগুলি তৈরি করে। OpenAI তাদের মডেলগুলির প্রধান উদ্দেশ্য হলো মানুষের ভাষায় সুন্দর, স্বাভাবিক এবং উপযুক্তভাবে প্রতিক্রিয়া দেয়া।

চ্যাট জিপিটি একটি বৃহত্তর ভাষা মডেল প্রসেসিং অ্যাপ্লিকেশন, যা একটি প্রশিক্ষিত নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে পরিচালিত হয়। OpenAI চ্যাট জিপিটি প্রকাশ করে এবং এটি সাধারণ চ্যাটবট, যেটা ইউজারদের সাধারণ প্রশ্নের জন্য সহায়তা করার জন্য ব্যবহার করা যেতে পারে। তাছাড়াও বলা যায়- চ্যাট জিপিটি একটি সম্পূর্ণ স্বতন্ত্র অবজেক্ট, যা একাধিক বিষয়ে প্রশিক্ষিত হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর প্রদান করতে পারে।

আরও পড়ুনঃ চ্যাটজিপিটির কারণে উচ্চ ঝুঁকিতে পড়বে যেসকল পেশা

পরিশেষ:  তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে এবং কারা কোন প্রতিষ্ঠান চ্যাট জিপিটি আবিষ্কার করেছে এ সম্পর্কিত আলোচনার এখানেই ইতি টানছি। তো আপনি যদি চ্যাট জিপিটি ওপেন এআই সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের বাকি পোস্ট গুলো পড়ুন এবং যেকোনো সাধারন জ্ঞানমূলক প্রশ্নের সমাধান ও ইজি টিপস পেতে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ। 

All Easy Google News
Setu
Setu

Assalamu Alaikum, I am Setu. An ordinary girl studying in honors. Currently engaged in the world of technology. I am very passionate about blogging and writing. I like to learn and share something new😇

Articles: 137

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *