বিপিএল ২০২৪ সময়সূচী ও দল: সম্প্রতি আমরা নতুন বছরে পা রেখেছি। আর এই বছরে অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর, যা মোট তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবং সর্বমোট ২৪ দিনে ৪৬ টি ম্যাচ এর আয়োজন করা হবে। আমরা যারা খেলা প্রেমি, তারা সবাই কমবেশি এটা জানি যে–বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্বারা টুর্নামেন্ট চালু হওয়ার পর থেকে “বিপিএল” দেশসহ গোটা বিশ্বের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ গুলোর সাথে টক্কর দিয়ে এগিয়ে চলেছে।
আর তাই বাংলাদেশের টি২০ লীগ বিপিএল ২০২৪ নিয়ে অনেকেই উৎসুক। একারণেই আমরা বিপিএল ২০২৪ সময়সূচী ও দল, প্লেয়ার লিস্ট, ২০২৪ সালের বিপিএল সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন সংযুক্ত করব আমাদের আজকের পোস্টে।
বিপিএল ২০২৪ সময়সূচী ও দল
এক নজরে দেখে নিন বিপিএল ২০২৪ এর পূর্ণাঙ্গ সময়সূচী, যা আমরা তালিকা আকারে সংযুক্ত করছি। মূলত bpl 2024 টুর্নামেন্টটি মোট সাতটি দলের মধ্যে আয়োজিত হবে। প্রত্যেক শুক্রবার দিনের ম্যাচ শুরু হবে দুপুর ২ টায়, অন্যদিকে রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ঠিক ৭টা নাগাদ। আবার শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন খেলা আরম্ভ হবে দুপুর দেড়টায় এবং রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ঠিক সাড়ে ছয়টায়।
তো কোন দল কত তারিখের ঠিক দিনের কোন সময়ে খেলতে চলেছে তার পূর্ণাঙ্গ লিস্ট দেখে নিন এ পর্যায়ে। পাশাপাশি আরো দেখুন– বিপিএল ২০২৪ পিকচার, বিপিএল ২০২৪ এর ভেন্নু সংখ্যা এবং টিম লিস্ট অংশগ্রহণকারী খেলোয়াড়ের নাম সম্পর্কিত বিষয়গুলি।
বিপিএল ২০২৪ সময়সূচী
তারিখ | ম্যাচ | সময় |
১৯ জানুয়ারি | কুমিল্লা-ঢাকা | বেলা ২টা |
১৯ জানুয়ারি | সিলেট–চট্টগ্রাম | সন্ধ্যা ৭টা |
২০ জানুয়ারি | রংপুর-বরিশাল | বেলা ১টা ৩০ |
২০ জানুয়ারি | খুলনা-চট্টগ্রাম | সন্ধ্যা ৬টা ৩০ |
২২ জানুয়ারি | চট্টগ্রাম-ঢাকা | বেলা ১টা ৩০ |
২২ জানুয়ারি | বরিশাল–খুলনা | সন্ধ্যা ৬টা ৩০ |
২৩ জানুয়ারি | সিলেট-রংপুর | বেলা ১টা ৩০ |
২৩ জানুয়ারি | কুমিল্লা-বরিশাল | সন্ধ্যা ৬টা ৩০ |
২৬ জানুয়ারি | রংপুর-খুলনা | বেলা ২টা |
২৬ জানুয়ারি | কুমিল্লা-সিলেট | সন্ধ্যা ৭টা |
২৭ জানুয়ারি | বরিশাল-চট্টগ্রাম | বেলা ১টা ৩০ |
২৭ জানুয়ারি | রংপুর-ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
২৯ জানুয়ারি | সিলেট-চট্টগ্রাম | বেলা ১টা ৩০ |
২৯ জানুয়ারি | খুলনা-ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
৩০ জানুয়ারি | কুমিল্লা-রংপুর | বেলা ১টা ৩০ |
৩০ জানুয়ারি | সিলেট-বরিশাল | সন্ধ্যা ৬টা ৩০ |
০২ ফেব্রুয়ারি | সিলেট-ঢাকা | বেলা ২টা |
০২ ফেব্রুয়ারি | কুমিল্লা-চট্টগ্রাম | সন্ধ্যা ৭টা |
০৩ ফেব্রুয়ারি | বরিশাল-খুলনা | বেলা ১টা ৩০ |
০৩ ফেব্রুয়ারি | সিলেট-রংপুর | সন্ধ্যা ৬টা ৩০ |
০৬ ফেব্রুয়ারি | রংপুর-ঢাকা | বেলা ১টা ৩০ |
০৬ ফেব্রুয়ারি | বরিশাল-চট্টগ্রাম | সন্ধ্যা ৬টা ৩০ |
০৭ ফেব্রুয়ারি | কুমিল্লা-খুলনা | বেলা ১টা ৩০ |
০৭ ফেব্রুয়ারি | সিলেট-ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
০৯ ফেব্রুয়ারি | সিলেট-খুলনা | বেলা ২টা |
০৯ ফেব্রুয়ারি | কুমিল্লা-ঢাকা | সন্ধ্যা ৭টা |
১০ ফেব্রুয়ারি | রংপুর-চট্টগ্রাম | বেলা ১টা ৩০ |
১০ ফেব্রুয়ারি | বরিশাল-ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
১৩ ফেব্রুয়ারি | কুমিল্লা-চট্টগ্রাম | বেলা ১টা ৩০ |
১৩ ফেব্রুয়ারি | রংপুর-খুলনা | সন্ধ্যা ৬টা ৩০ |
১৪ ফেব্রুয়ারি | বরিশাল-ঢাকা | বেলা ১টা ৩০ |
১৪ ফেব্রুয়ারি | কুমিল্লা-খুলনা | সন্ধ্যা ৬টা ৩০ |
১৬ ফেব্রুয়ারি | খুলনা-ঢাকা | বেলা ২টা |
১৬ ফেব্রুয়ারি | রংপুর-চট্টগ্রাম | সন্ধ্যা ৭টা |
১৭ ফেব্রুয়ারি | সিলেট-বরিশাল | বেলা ১টা ৩০ |
১৭ ফেব্রুয়ারি | চট্টগ্রাম-ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
১৯ ফেব্রুয়ারি | কুমিল্লা-সিলেট | বেলা ১টা ৩০ |
১৯ ফেব্রুয়ারি | রংপুর-বরিশাল | সন্ধ্যা ৬টা ৩০ |
২০ ফেব্রুয়ারি | খুলনা-চট্টগ্রাম | বেলা ১টা ৩০ |
২০ ফেব্রুয়ারি | কুমিল্লা-রংপুর | সন্ধ্যা ৬টা ৩০ |
২৩ ফেব্রুয়ারি | কুমিল্লা-বরিশাল | বেলা ২টা |
২৩ ফেব্রুয়ারি | সিলেট-খুলনা | সন্ধ্যা ৭টা |
আলোচনার এ পর্যায়ে আমরা বিপিএল ২০২৪ সময়সূচী হিসেবে যে তালিকাটি সংযুক্ত করেছি এটা মূলত প্রথম রাউন্ডের। এ পর্যায়ে দ্বিতীয় রাউন্ড অর্থাৎ এলিমিনেটর ও কোয়ালিফায়ার রাউন্ড এবং তৃতীয় রাউন্ড অর্থাৎ ফাইনাল খেলার সময়সীমা, তারিখ ও স্থান সম্পর্কিত তালিকা সংযুক্ত করব।
২০২৪ বিপিএলের দ্বিতীয় রাউন্ডের সময়সূচি
২৫ ফেব্রুয়ারি | এলিমিনেটর (তৃতীয় দল বনাম চতুর্থ দল) | ঢাকা | বেলা ১টা ৩০ |
২৫ ফেব্রুয়ারি | ১ম কোয়ালিফায়ার (১ম দল বনাম দ্বিতীয় দল) | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
২৭ ফেব্রুয়ারি | দ্বিতীয় কোয়ালিফায়ার (এলিমিনেটরে জয়ী বনাম ১ম কোয়ালিফায়ারে পরাজিত দল) | ঢাকা | সন্ধ্যা ৬টা |
২০২৪ বিপিএলের ফাইনাল রাউন্ডের সময়সূচী
০১ মার্চ | প্রথম কোয়ালিফারে জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল | সন্ধ্যা সাড়ে ৬টা, ঢাকা। |
অতএব বিপিএল ২০২৪ ঠিক জানুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হয়ে মার্চের প্রথম তারিখ সমাপ্তি টানবে। তো এখন আসুন বিস্তারিতভাবে জেনে নেই বিপিএল ২০২৪ টিম লিস্ট অর্থাৎ বিপিএল 2024 খেলোয়ার তালিকা।
বিপিএল ২০২৪ টিম লিস্ট | বিপিএল 2024 সব দলের স্কোয়াড
এবারে দশম তম বিপিএল টুর্নামেন্ট মোট সাতটি দলকে নিয়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি পুরো এই দুইটি মাস নির্দিষ্ট কিছু স্টেডিয়ামে খেলবে। আর সেই সকল টিম লিস্ট এ রয়েছে নিচের তালিকায় অন্তর্ভুক্ত দলগুলো।
২০২৪ বিপিএলে অংশগ্রহণকৃত টিমের নাম |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স |
চট্টগ্রাম চ্যালেঞ্জর্স |
খুলনা টাইগার্স |
সিলেট স্ট্রাইকার্স |
রংপুর রাইডার্স |
দুর্দান্ত ঢাকা |
ফরচুন বরিশাল |
বিপিএল ২০২৪ ভেন্যু সংখ্যা ও নাম
এবারের বিপিএল ২০২৪ অনুষ্ঠিত হবে মোট তিনটি ভেন্যুতে। আর সেগুলোর নাম হচ্ছে—
- মিরপুর
- চট্টগ্রাম ও
- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
অতএব আপনি চাইলে এই তিনটি স্টেডিয়ামে নির্দিষ্ট দিনগুলোতে গিয়ে বিপিএল ২০২৪ টুর্নামেন্ট গুলো সরাসরি উপভোগ করতে পারবেন।
বিপিএল ২০২৪ খেলোয়াড় তালিকা
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে– বিপিএল ২০২৪ এ কে কোন দলে খেলছে এবং কোন কোন খেলোয়াড় রিটেইন করে আছেন এবং সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন! এখানে রয়েছে- ঢাকা ডমিনেটর্স স্কোয়াড তালিকা | Dhaka Stars Squad List, কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড তালিকা | Comilla Victorians Squad List, খুলনা টাইগার্স স্কোয়াড তালিকা | Khulna Tigers Squad List, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড তালিকা | Chattogram Challengers Squad List, সিলেট সানরাইজার্স স্কোয়াড তালিকা | Sylhet Sunrisers Squad List, ফরচুন বরিশাল স্কোয়াড তালিকা | Fortune Barisal Squad List, রংপুর রেঞ্জার্স স্কোয়াড তালিকা | Rangpur Riders Squad List.
দলের নাম | রিটেইন খেলোয়াড়ের তালিকা | সরাসরি চুক্তিতে যুক্ত খেলোয়াড়ের তালিকা | ড্রাফ্ট থেকে সংগৃহীত খেলোয়াড়ের তালিকা |
ফরচুন বরিশাল | মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান : | তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ওয়েল্লালাগে | মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দীনেশ চান্দিমাল |
রংপুর রাইডার্স | নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, আজমতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান | সাকিব আল হাসান, বাবর আজম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা, ইহসানউল্লাহ, ব্র্যান্ডন কিং | রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, রিপন মন্ডল, হাসান মুরাদ, মিচেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান |
সিলেট স্ট্রাইকার্স | মাশরাফি বিন মর্তুজা, জাকির হাসান, তানজিম হাসান সাকিব | নাজমুল হোসেন শান্ত | মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রুয়েন, সালমান হোসেন ইমন |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদুজ্জামান | শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন | তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলী, ইমরানুজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল |
খুলনা টাইগার্স | নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় | এনামুল হক বিজয়, এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জ | আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিথা, দাসুন শানাকা, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী, সুমন খান |
দুর্দান্ত ঢাকা | তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম | মোসাদ্দেক হোসেন সৈকত | সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, এসএম মেহরব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা, নাঈম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দিন |
বিপিএল ২০২৪ পিকচার | বিপিএল ২০২৪ ফিকচার
বিপিএল ২০২৪: তো পাঠক বন্ধুরা, এই ছিল বিপিএল সময়সূচী ও দল সম্পর্কিত আমাদের আজকের আলোচনা। আপনি যদি বিপিএল ২০২৪ দশম আসরের লাইভ খেলা উপভোগ করতে চান তাহলে চোখ রাখতে পারেন আমাদের ওয়েবসাইটে অথবা বিভিন্ন টিভি চ্যানেলেও সরাসরি দেখতে পারেন এই খেলাটি। আলোচনার এ পর্যায়ে দেশ ও টিভি চ্যানেলের নাম আপনাদের সুবিধার্থে সাজেস্ট করছি।
- বাংলাদেশ– Gazi TV (গাজি টিভি), Maasranga TV (মাছরাঙ্গা টিভি)
- যুক্তরাজ্য— BT Sport (বিটি স্পোর্টস)
- যুক্তরাষ্ট্র— Hotstar US ( হটস্টার ইউএস)
- আফগানিস্তান– RTA Sports (আরটিএ স্পোর্টস)
- ক্যারেবিয়ান— Flow Sports (ফলো স্পোর্টস)
- ভারত— Fancode (ফ্যান কোডল
- আয়ারল্যান্ড— BT Sport (বিটি স্পোর্টস)
- পাকিস্তান— Geo Super (জিও স্পোর্টস)
- কানাডা– Hotstar Canada ( হটস্টার কানাডা)
- ইন্টারনেটে— Rabbitholebd (রেবিতলবিডি)
এছাড়াও আপনি চাইলে bpl 2024 মোবাইলে লাইভ খেলা দেখতে পারবেন। এর জন্য HD Streamz App ইন্সটল করুন আর সহজেই উপভোগ করুন টি-টোয়েন্টি বিপিএল 2024। তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আরও দেখুনঃ