ছুটির তালিকা ২০২৪ | সরকারি ছুটির তালিকা ২০২৪

ছুটির তালিকা ২০২৪ (2024 Bangladesh Calendar with Holidays): সরকারি ছুটির তালিকা ২০২৪ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের নিবন্ধনটি। কেননা খুব সম্প্রতি মন্ত্রিসভার অনুমোদনের পরবর্তীতে ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। জানা গিয়েছে– জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি ছুটির তালিকা ২০২৪ সর্বপ্রথম প্রকাশ করেছে। তাই বাংলাদেশের সরকারি ছুটির সময়সীমা ও তারিখ ২০২৪ সম্পর্কে জানতে নিচে দেখুন। 

আরও দেখুনঃ আরবি ক্যালেন্ডার ২০২৪

ছুটির তালিকা ২০২৪

ছুটির তালিকা ২০২৪

ছুটির তালিকা ২০২৪ উপলক্ষে আমরা আজকের এই আলোচনাটি করছি। যারা ২০২৪ সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা, ২০২৪ সালের সরকারি চাকরিজীবীদের ছুটির তালিকা, ২০২৪ সালে ব্যাংক কর্মকর্তাদের ছুটির তালিকা, ২০২৪ সালে এনজিও কর্মকর্তাদের ছুটির তালিকা সম্পর্কে জানতে ইচ্ছুক তারা নিচের ২০২৪ সালের ছুটির সারণীটি লক্ষ্য করুন। 

আর হ্যাঁ, আপনি যদি ২০২৪ সালের সরকারি ক্যালেন্ডার, ২০২৪ সালের ক্যালেন্ডার বাংলা, ২০২৪ সালের রমজান কত তারিখ এবং ঈদুল ফিতর ২০২৪ কবে এ সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের সাজেকৃত লিঙ্কে ভিজিট করুন। কেননা ইতিমধ্যে এই সম্পর্কিত পোস্টগুলো আপডেট করা হয়েছে আমাদের ওয়েবসাইটে। 

বাংলাদেশ ২০২৪ সালের ছুটির তালিকা

২০২৪ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। আর তাই আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। অতএব ৩৬৫ দিনে সরকারি ছুটি থাকবে মোট ২২ দিন। আর এর মধ্যে সরকারি ছুটি হিসেবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও ছুটি রয়েছে। বিষয়টি জানতে এবং কোন তারিখে কি কারনে সরকারি ছুটির ব্যবস্থাপনা রয়েছে তা দেখুন নিচের চার্টটিতে। 

তারিখছুটির কারণদিন
২১ ফেব্রুয়ারি ২০২৪শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসবুধবার
২৬ ফেব্রুয়ারি ২০২৪শব-ই-বরাতসোমবার
১৭ মার্চ ২০২৪জাতির পিতার জন্মবার্ষিকীরবিবার
২৬ মার্চ ২০২৪স্বাধীনতা দিবসমঙ্গলবার
৫ এপ্রিল ২০২৪জুমাতুল বিদাশুক্রবার
৬ এপ্রিল ২০২৪শব-ই-কদরশনিবার
৯ এপ্রিল ২০২৪ ঈদুল ফিতরমঙ্গলবার
১০ এপ্রিল ২০২৪ঈদুল ফিতরবুধবার
১১ এপ্রিল ২০২৪ঈদুল ফিতরবৃহস্পতিবার
১৪ এপ্রিল ২০২৪পহেলা বৈশাখরবিবার
১লা মে ২০২৪মে দিবসবুধবার
২৩ মে ২০২৪ বুদ্ধ পূর্ণিমাবৃহস্পতিবার
১৬ জুন ২০২৪ঈদুল আযহারবিবার
১৭ জুন ২০২৪ ঈদুল আযহাসোমবার
১৮ জুন ২০২৪ঈদুল আযহামঙ্গলবার
১৭ জুলাই ২০২৪আশুরাবুধবার
১৫ অগাস্ট ২০২৪জাতীয় শোক দিবসবৃহস্পতিবার
২৬ অগাস্ট ২০২৪ শুভ জন্মাষ্টমীসোমবার
১৬ সেপ্টেম্বর ২০২৪ঈদে মিলাদুন্নবীসোমবার
১৩ অক্টোবর ২০২৪ বিজয়া দশমীরবিবার
১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় দিবসসোমবার
২৫ ডিসেম্বর ২০২৪বড়দিনবুধবার

আরও পড়ুনঃ বাজি লাইভ লগইন

২০২৪ সালের সাধারণ ছুটির তালিকা

আমি যদি সরকারি ছুটির তালিকা ২০২৪ লক্ষ্য করি তাহলে ২০২৪ সালে সাধারণ ছুটি রয়েছে নয় দিন। সেগুলো হলো—

  1. একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছুটি
  2. ১৭ ই মার্চ জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে ছুটি
  3. ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি
  4. পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে সাধারণ ছুটি
  5. ২৩ শে মে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছুটি
  6. ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি
  7. ২৬ শে আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে সাধারণ ছুটি
  8. ১৬ ই সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাধারণ ছুটি এবং
  9. ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাধারণ ছুটি।

২০২৪ সালের নির্বাহী আদেশে ছুটির তালিকা

অন্যদিকে ২০২৪ সালের নির্বাহী আদেশের ছুটির দিন সংখ্যা ৫. অতএব আগামী বছরে ২০২৪ সালে নির্বাহী আদেশে ছুটি থাকবে নিম্ন বর্ণিত তারিখ ও ইভেন্টের কারণে। যথা —

  • ৫ এপ্রিল জুমাতুল বিদা উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি
  • ১০ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি
  • ১৬ই জুন ঈদুল আযহা উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি
  • ১৩ই অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে নির্বাহী আদেশের ছুটি এবং
  • সবশেষে ২৫ শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি।

২০২৪ সালের সরকারি ছুটির তালিকা ও ছুটির ধরণ

মন্ত্রিসভার বৈঠকে ২০২৪ সালের ছুটির তালিকা হিসেবে যেটা অনুমোদন পেয়েছে তার লক্ষ্য করলে আগামী বছর মূলত সাধারণ ছুটি হিসেবে কয়েকটি দিন সরকারি কর্মকর্তারা কর্মবিরতির সুযোগ পাবে। পাশাপাশি নির্বাহী আদেশে ও ঐচ্ছিক ছুটির সুযোগ ভোগ করতে পারবে। তাই আলোচনার এ পর্যায়ে আমরা সাধারণ ছুটির অন্তর্ভুক্ত দিন ও তারিখ, নির্বাহী আদেশে ছুটির দিন ও তারিখ এবং ঐচ্ছিক ছুটির দিন ও তারিখ আলাদা আলাদা ভাবে বোঝার সুবিধার্থে উল্লেখ করব। 

২০২৪ সালের সাধারণ ছুটির তারিখ ও দিন

২০২৪ সালে সাধারণ ছুটির দিন মাত্র ১৪। মূলত সাধারণ ছুটি হিসেবে নিম্ন বর্ণিত ছুটিগুলো সচরাচর দেওয়া হয়ে থাকে। যথা –

  • ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 
  • ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, 
  • ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, 
  • ৫ এপ্রিল জুমাতুল বিদা, 
  • ১১ এপ্রিল ঈদুল ফিতর, 
  • ১ পহেলা মে দিবস, 
  • ২২ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা), 
  • ১৭ জুন ঈদুল আজহা, 
  • ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, 
  • ২৬ আগস্ট জন্মাষ্টমী, 
  • ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), 
  • ১৩ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), 
  • ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং 
  • ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

২০২৪ সালের নির্বাহী আদেশে ছুটির তারিখ ও দিন

নির্বাহী আদেশে আগামী ২০২৪ সালে ছুটির দিন মাত্র ৮। সেই দিন ও তারিখ এবং ইভেন্টগুলো হলো —

  • ২৬ ফেব্রুয়ারি শবেবরাত, 
  • ৭ এপ্রিল শবেকদর, 
  • ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, 
  • ১০ এবং ১২ এপ্রিল ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন, 
  • ১৬ এবং ১৮ জুন ঈদুল আজহার আগে ও পরের ২ দিন এবং 
  • ১৭ জুলাই আশুরার দিন

একইভাবে ঐচ্ছিক ছুটির অন্তর্ভুক্ত দিনগুলো হলো –

মুসলমানদের জন্য

  • ৯ ফেব্রুয়ারি শবেমেরাজ, 
  • ১৩ এপ্রিল ঈদুল ফিতরের তৃতীয় দিন, 
  • ১৯ জুন ঈদুল আজহার তৃতীয় দিন, 
  • ৫ সেপ্টেম্বর আখেরি চাহার সোম্বা এবং 
  • ১৫ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহম

হিন্দুদের জন্য

  • ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, 
  • ৮ মার্চ শিবরাত্রী ব্রত, 
  • ২৫ মার্চ দোলযাত্রা, 
  • ৬ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, 
  • ২ অক্টোবর মহালয়া, 
  • ১১ ও ১২ অক্টোবর দুর্গাপূজা (অষ্টমী ও নবমী), 
  • ১৬ অক্টোবর লক্ষ্মীপূজা এবং 
  • ৩১ অক্টোবর শ্যামাপূজা

খ্রিস্টানদের জন্য

  • ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, 
  • ১৪ ফেব্রুয়ারি ভস্ম বুধবার, 
  • ২৮ মার্চ পূণ্য বৃহস্পতিবার, 
  • ২৯ মার্চ পূণ্য শুক্রবার, 
  • ৩০ মার্চ পূণ্য শনিবার, 
  • ৩১ মার্চ ইস্টার সানডে এবং 
  • ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব

বৌদ্ধদের জন্য

  • ২৩ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, 
  • ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি, 
  • ২০ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, 
  • ১৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং 
  • ১৬ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)

ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য

  • ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব

আরও পড়ুনঃ জুলিও কুরি কি | জুলিও কুরি অর্থ

ঐচ্ছিক ছুটি ২০২৪

২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশের সময় উল্লেখ করা হয়েছে, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী পুরো বছরে অনধিক মোট তিন দিনের উচিত ছুটি ভোগ করার সুযোগ প্রদান করা যাবে। অতএব সব কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হবে। 

তবে যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন কানুন এর উপর নিয়ন্ত্রিত সেইসব অফিস সংস্থা বা প্রতিষ্ঠান এর ক্ষেত্রে সরকার থেকে অধ্যাবস্যক হিসেবে ঘোষণা করা হয়েছে। অতএব ঐ সকল প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে ছুটির দিন ও তারিখ প্রকাশ করবে। 

সরকারি ছুটির তালিকা ২০২৪ ক্যালেন্ডার | Public Holidays 2024 Calendar

অনেকের রয়েছেন যারা সরকারি ছুটির তালিকা 2024 ক্যালেন্ডার আকারে পেতে চান। কেননা সরকারি ছুটির ক্যালেন্ডার ২০২৪ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ তথ্যমূলক দলিল। তাই আপনি চাইলে নিচের ক্যালেন্ডার দুটি ডাউনলোড করতে পারেন এবং চিহ্নিত করতে পারেন সরকারি ছুটির দিন বা তারিখগুলো। 

ছুটির তালিকা ২০২৪
ছুটির তালিকা ২০২৪

তো সুপ্রিয় কাটুক বন্ধুরা, আজকের নিবন্ধন টি এ পর্যন্তই। আশা করি ছুটির তালিকা ২০২৪ সংগ্রহ করার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। যদি পোস্টটি হেল্পফুল হয়ে থাকে তাহলে শেয়ার করবেন এবং নিয়মিত তথ্যবহুল আর্টিকেল পেতে আমাদের ফলো করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।

আরও দেখুনঃ

All Easy Google News
Setu
Setu

Assalamu Alaikum, I am Setu. An ordinary girl studying in honors. Currently engaged in the world of technology. I am very passionate about blogging and writing. I like to learn and share something new😇

Articles: 135

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *