বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা নিয়ে সাজানো আমাদের আজকের পোস্ট। কেননা আর মাত্র একদিন পরেই আসতে চলেছে সেই বিশেষ দিন। যে দিনটিতে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের অভ্যুত্থান ঘটে। আমি সবাই জানি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।
আর তাই এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করে বাংলার জনগণ। কেননা ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত দিন। তাইতো শহীদের রক্ত এবং আত্মত্যাগের স্মরণে প্রত্যেক বছরের ১৬ই ডিসেম্বরে এই দিনটি আনুষ্ঠানিকতার সাথে উদযাপন করা হয়। আর উদযাপনের জন্যই অনেকেরই জানার প্রয়োজন পরে বিজয় দিবসের সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তা। যা আমরা নতুনভাবে কালেক্ট করে আজকের পোস্টে সংযুক্ত করছি।
আরও দেখুনঃ একুশে ফেব্রুয়ারি পিকচার ২০২৪
মহান বিজয় দিবসের শুভেচ্ছা | বিজয় দিবসের শুভেচ্ছা ও স্ট্যাটাস
বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা -১
লেখক: সবুজ মিয়া
রক্ত ভেজা সবুজ মাটি, সজীব দুর্বা ঘাস। ঘাসের উপরে লাশ পড়ে রয়, কিসের দুর্বাভাস! এই লাশ আমার মুক্তি সেনার চেনার উপায় কি? লাশের মাথায় বাংলাদেশের লাল-সবুজের ব্যানার দেখেছি।
বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা -২
পূর্ব আকাশ মৃত্যুর রঙে রাঙিয়েছে,
স্বপ্নগুলি জাগছে, মুক্ত হয়েছে।
হৃদয় জয় উল্লাসের দিবস ভালোবাসছে,
বাংলার উজ্জ্বল আলো বিচ্ছেদ করছে।
তাই সবাইকে জানাই
মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা -৩
পুনর্নির্মাণের দিকে মুখ তুলছে দেশ,
বাংলা ভূমি জোড়াচ্ছে হাসির ফুলে।
বিজয়ের দিনে সবাই উল্লাসে ভরা,
তাইতো জাগচ্ছে মনে মনে ভালোবাসা।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে
সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা -৪
একসঙ্গে আসব সবাই,
মুক্তির দিকে যাব সবাই।
বিজয়ের সূরজ উঠবে বাংলার আকাশে,
এক একটি হৃদয়ে বজ্র দারুণ ছুঁয়ে যাবে।
মহান বিজয় দিবস.
বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা-৫
শহীদের রক্তে রোদন বলছে,
বিজয়ের দিন সবাই হৃদয় ভরছে।
বাংলার আকাশ উজ্জ্বল হয়ে উঠবে,
স্বাধীনতা মিশায় হাসির বৃষ্টি বর্ষবে।
সবাইকে জানাই বিজয় দিবস উপলক্ষে লাল সবুজের শুভেচ্ছা।
বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা-৬
দিকে দিকে বাধা হবে সব কথা,
বিজয়ের দিন আসছে সব কাছে।
উজ্জ্বল আলো আসবে হৃদয়ে,
সবাই হবে মুক্ত স্বপ্নে।
অবশেষে মিলল মুক্তি, আবারো বছর ঘুরে এলো বিজয়ের দিন।
তাইতো সমসুরে বলে উঠি শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিজয়ের শুভেচ্ছা সকলের তরে তরে।
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।
বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা -৭
শোকহীন স্বরে গান ভেসে আসে,
বাতাসে ভরে উঠে বাঙালির আশা।
মুক্তির রঙ একেছে আকাশে,
আমরা জুড়ে গেছি মিছিল বিজয়ে।
ভূমি কাঁপে, বারুদ বাজে,
শোকহীন স্বরে গান ভেসে আসে।
আলোর দিকে তাকায় বীরের চোখ,
বাংলার জয় যাচ্ছে অতীতের কচ্ছ।
স্বাধীন ভূমি আমাদের মেলে,
বাতাসে ভরে উঠে বাঙালির আশা।
মুক্তির রঙ এঁকেছে আকাশে,
আমরা জুড়ে গেছি মিছিল বিজয়ে।
ভূমি কাঁপে, বারুদ বাজে,
শোকহীন স্বরে গান বেজে ওঠে।
জাগো বাংলাদেশ, জাগো জাগো,
ভূকম্পন হয়েছে, হে আমার মাতৃভূমি!
মুক্তির রঙ লেগেছে আকাশে,
আমরা জুড়ে গেছি মিছিল বিজয়ে।
ভূমি কাঁপে, বারুদ বাজে,
শোকহীন স্বরে গান বেজে ওঠে।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা | বিজয়ের মাসের শুভেচ্ছা
লাল এর মাঝে ভালবাসা। সাদা এর মাঝে বন্ধুত্ব। নীল এর মাঝে কষ্ট। কালো এর মাঝে অন্ধকার। আর সবুজের মাঝে আমার বাংলাদেশ।
১টি যুদ্ধ, ৯টি মাস, ৭জন বীরশ্রেষ্ঠ, ১টি দেশ। সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
প্রশ্নবিদ্ধ স্বাধীনতাকে উত্তরে মেলাবার আজই তো সময়, লক্ষ কন্ঠে সোনার বাংলায় খুঁজে পাই প্রাণের আস্বাদ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
আপনার সম্মান তখন বাড়বে। যখন বিদেশে গিয়ে আপনি নিজের দেশের সম্মান বাড়াতে পারবে। আর গর্বিতভাবে বলতে পারবেন, আমি বাংলাদেশী।
বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে লাল সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। বিজয়ের ৫০ বছর পূর্তিতে এই গর্বিত জাতি গড়ার সকল কারিগরকে মন থেকে জানাই শুভেচ্ছা।
আপনার বা আপনার পরিবারের অসম্মানে আপনার যতটা কষ্ট হবে। তার চেয়ে অনেক বেশি কষ্ট এবং রাগ হবে আপনার দেশের অসম্মান হলে। তাই সর্বদা দেশকে সম্মান করুন এবং দেশের সম্মান রক্ষায় ব্রতী থাকুন। সবাইকে বিজয় দিবস উপলক্ষে লাল সবুজের শুভেচ্ছা।
লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, পেয়েছি যে বিজয় নিশান । প্রয়োজনে আবার দেবো রক্ত ঠেলে , বজায় রাখতে বিজয়ের মান । মোদের দেহে থাকতে রক্ত , বৃথা যাবেনা শহীদদের দান । মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।
প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ…।” সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
১৬ই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা বক্তব্য
বাংলাদেশ, ছোট্ট একটি দেশ। স্বাধীন দেশ প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণ স্নিগ্ধতার সম্পূর্ণ দেশ। বাংলাদেশ আমার দেশ। বাংলাদেশ আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন ও মুক্তিপ্রাপ্ত দেশ। তাদেরকে জানাই এই বিনম্র শ্রদ্ধা ও সালাম জানা আমার এবং আমাদের এই দেশকে উপহার হিসেবে দেওয়ার জন্য করেছেন লড়াই দিয়েছেন জীবন, গ্রহণ করেছেন মৃত্যু যন্ত্রণা এবং মৃত্যুর স্বাদ।
তাদের সেই অবদান সত্যি শোধ করবার নয়। তবুও তাদেরকে শ্রদ্ধা জানাতেই আমাদের এই ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের আয়োজন। সবাইকে জানাই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও সালাম। আর সবশেষে একটা কথা আছে, আমাদের এই বিজয় মুক্তির বিজয়। মুক্তির বিজয়ের চেয়ে আনন্দ আর কোথাও নেই। স্বাধীনতার চেয়ে সুখ আর কোথাও নেই। আর আমরা পেয়েছি সেই বিজয় সেই স্বাধীনতা। জীবন হয়েছে স্বার্থক।
তবে আমরা বাঙালি মুসলিম জাতি। তাই তাই বিজয় দিবসে প্রথমেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতঃপর বীর সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের জন্য পেয়েছি আমরা আমাদের মুক্ত স্বাধীন বাংলাদেশ। জয় বাংলা জয় মুক্ত বাংলা।
বিজয় দিবসের শুভেচ্ছা বাণী
১. বিজয় দিবসে সকল বাঙালীদের জন্য অশোক এবং স্বাধীনতা একসঙ্গে আসুক। শুভ বিজয় দিবস! ১৬ই ডিসেম্বরের মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।
২. স্বাধীনতার মূল্যবান সংগ্রামে বিজয়ী হওয়ার জন্য সকল বীর মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞতা জানাই। ১৬ই ডিসেম্বরের মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
৩. এই বিজয় দিবসে, সকল বাঙালীদের জন্য আনন্দের হৃদয় ভরা হোক। স্বাধীনতা এবং একতা সহ শুভ বিজয় দিবস হয়ে উঠুক আনন্দময়।
৪. বিজয় দিবসে সকল বন্ধু এবং পরিবারের জন্য শুভেচ্ছা জানাই। এই উৎসবে মিলে উল্লাসে ভরা হোক সকলের জীবন। শুভ বিজয় দিবস!
৫. আমাদের মাতৃভাষা বাংলায় শোক, আত্মবিশ্বাস, এবং মৌলিকতা একসঙ্গে মিলে এ সোক সকলের জীবনে। শুভ বিজয় দিবস! ১৬ই ডিসেম্বরের মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে।
৬. ১৬ দিসেম্বর, বিজয় দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই দিনে আমরা বিজয়ের প্রতি আমাদের আবেগ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুভ বিজয় দিবস!
৭. বিজয় দিবসে সকল বাঙালীদের প্রতি আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মহান দিনে আমরা আমাদের স্বাধীনতা এবং অসীম গর্ব অনুভব করছি। সবাইকে জানাই ১৬ই ডিসেম্বরের মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
আরও দেখুনঃ
- Toofan Movie Teaser and Priyotoma Movie Trailer 2024 Featuring Shakib Khan
- ফেসবুক বন্ধ কেন হয়েছে
- ৭ ই মার্চের ভাষণ এর তাৎপর্য | মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের প্রভাব আলোচনা কর.
- পবিত্র শবে বরাত নিয়ে স্ট্যাটাস, শুভেচ্ছা, ফজিলত ও আমল
- eps boesl gov bd রেজিস্ট্রেশন 2024 | কোরিয়ান অনলাইন নিবন্ধন