ভালোবাসা দিবসের শুভেচ্ছা | ভালোবাসা দিবস পিক, মেসেজ, স্ট্যাটাস, ছন্দ ও কবিতা

ভালোবাসা দিবসের শুভেচ্ছা এবং সুন্দর সুন্দর পিকচার নিয়ে সাজানো হচ্ছে আমাদের আজকের পোস্ট। কারণ বিশ্ব ভালোবাসা দিবসে সবাই ব্যতিব্যস্ত নিজের একান্ত মানুষের কাছে মানবিক অনুভূতি প্রকাশ করায়। কিন্তু অনেকেই রয়েছেন, যারা ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এখন তুই আপন মানুষকে কাছের মানুষকে বা সবচেয়ে প্রিয় মানুষকে কি বলে উইশ করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না।

তাই আমরা আজ ভালোবাসা দিবস ২০২৪ এর কিছু ছবি, সুন্দর সুন্দর পিকচার ও শুভেচ্ছা বার্তা সম্পর্কে জানাবো। ভালোবাসা দিবস নিয়ে কিছু কথা জানতে আমাদের সাথে থাকুন। পাশাপাশি ফেব্রুয়ারি মাসের সকল বিশেষ দিবস সম্পর্কে জানতে সাজেস্ট কৃত লিংকে ভিজিট করুন। 

ভালোবাসা দিবসের শুভেচ্ছা

ভালোবাসা দিবসের শুভেচ্ছা | ভালোবাসা দিবসের কিছু শুভেচ্ছা স্ট্যাটাস

প্রেমিকাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা, বন্ধুকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা, স্বামীকে ভালোবাসা দিবসের শুভেচ্ছ এবং বয়ফ্রেন্ডকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে উইস করতে জেনে নিন সুন্দর সুন্দর সবচেয়ে সেরা ভ্যালেন্টাইনস ডে সম্পর্কিত স্ট্যাটাস। পাশাপাশি আমাদের তৈরিকৃত সুন্দর সুন্দর পিকচার ডাউনলোড করে এখনই শেয়ার করুন ফেসবুক স্টোরি বা অন্য কোন ভিডিও ফটো শেয়ারিং প্ল্যাটফর্মে। সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইনস ডে 😍.

ভালোবাসা দিবসের শুভেচ্ছা-১

টিপ টিপ বৃষ্টি পরে, তোমার কথা মনে পড়ে,
এ মন না থাকে ঘরে, জানিনা তুমি আসবে কবে,
এ প্রান শুধু তোমায় ডাকে , আমায় ভালবাসবে বলে,
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে বলবো আমি তোমায় পেয়ে,
সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুজে।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে 

ভালোবাসা দিবসের শুভেচ্ছা

ভালোবাসা দিবসের শুভেচ্ছা-

মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ ,
ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত ।
সুখ যদি হৃদয় হতো তুমি হতে হাসি ,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম – তোমায় ভালোবাসি
ভালোবাসা দিবসের শুভেচ্ছা 

ভালোবাসা দিবসের শুভেচ্ছা

ভালোবাসা দিবসের শুভেচ্ছা-

তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের ২য় শ্রেষ্ঠ কাজ ,
আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা ।
ভালোবাসি তোমায় এবং সবসময় বাসবো ,
আজ বললাম ও সারা জীবন বলবো ।
হ্যাপি ভ্যালেনটাইন ডে

ভালোবাসা দিবসের শুভেচ্ছা

ভালোবাসা দিবসের শুভেচ্ছা-

আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে,
আমি তোমাকে চাই চলনাতে নয় ভালোবাসায় ,
আমি তোমাকে চাই তোমার মত করে নয় আমার মত করে ,
আমি তোমাকে চাই ক্ষনিকের জন্য নয় চিরদিনের জন্য ।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে 

ভালোবাসা দিবসের শুভেচ্ছা

ভালোবাসা দিবসের শুভেচ্ছা-

আমি সেই সুতো হবো , যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো , আমি সেই নউকো হবো যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো , হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো , হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুন হবো , হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ, তোমাকে আলো দেবে দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো , শুধু ভালবেসো আমায়

হ্যাপি ভ্যালেন্টাইন ডে

ভালোবাসা দিবসের শুভেচ্ছা

ভালোবাসা দিবসের শুভেচ্ছা-

এই বিশেষ দিনে আমি আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা এবং স্নেহ বর্ষণ করতে চাই। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে.

ভালোবাসা দিবসের শুভেচ্ছা

ভালোবাসা দিবসের শুভেচ্ছা-

“তুমি আমার ভালোবাসার রাজ্যে রানী, আমি তোমার রাজপুত্র।”

“তুমি আমার জীবনের আলো, তুমি আমার পৃথিবীর সবকিছু।”

“তোমার ভালোবাসায় আমি ধন্য, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ।” হ্যাপি ভ্যালেন্টাইন ডে

ভালোবাসা দিবসের শুভেচ্ছা

ভালোবাসা দিবসের শুভেচ্ছা-

ভাবছো কি আমার ভ্যালেন্টাইন প্রেমিক ভালোবাসা দিবসে আমার জন্য কি রেখেছে! ভালোবাসার প্রেমিক আমাকে কী দেবে! কেমন সারপ্রাইজ হবে? এটা আমার জন্য মজুদ টাকা হবে? এটা কি হীরার আংটি হবে? এটা কি সুখের গান হবে? এটা কি নতুন গাড়ি বাড়ি হবে? না..! ভালোবাসা দিবসে তোমার আমার অনুভূতির আদানপ্রদান হবে মাত্র। একটি স্বপ্নের বাস্তবায়ন হবে মাত্র। যা সবসময় ই আমরা কামনা করেছি। ভালোবাসা দিবসে ভালোবাসা নিও প্রিয়।

ভালোবাসা দিবসের শুভেচ্ছা

ভালোবাসা দিবসের শুভেচ্ছা-

আমি আপনার পাশে থাকতে ভালোবাসি। আমি শুধু এলোমেলোভাবে আপনার সাথে ঘুরে বেড়াতে ভালোবাসি, এমনকি যদি কোন গন্তব্য নেই। আমি আপনার সম্পর্কে সবকিছু ভালোবাসি।

হ্যাপি ভ্যালেন্টাইন ডে

ভালোবাসা দিবসের শুভেচ্ছা

ভালোবাসা দিবসের শুভেচ্ছা-১

 মিষ্টি ভ্যালেন্টাইন, আজ এই স্পেশাল দিনটিতে সারা জীবন তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আই লাভ ইউ। হ্যাপি ভ্যালেন্টাইন ডে!

ভালোবাসা দিবসের শুভেচ্ছা

ভালোবাসা দিবস পিকচার | ভালোবাসা দিবসের পিক

প্রেমিকাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা

হ্যাপি ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ভালবাসা দিবসে আপনি যদি প্রেমিকাকে বিশেষ কিছু ছন্দ বা সুন্দর সুন্দর বাক্য দিয়ে উইশ করতে চান তাহলে নিজের সংযুক্ত লাইনগুলো সংগ্রহ করতে পারেন। মূলত কোন বাক্যটি আপনার প্রেমিকার জন্য সবচেয়ে পারফেক্ট হবে সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে। কেননা আপনি আপনার প্রেমিকাকে কোন ধরনের কথা বলে খুশি করতে পারবেন এটা আপনিই ভাল জানবেন। 

ভালোবাসা দিবসের শুভেচ্ছা

আরও দেখুনঃ

All Easy Google News
Setu
Setu

Assalamu Alaikum, I am Setu. An ordinary girl studying in honors. Currently engaged in the world of technology. I am very passionate about blogging and writing. I like to learn and share something new😇

Articles: 135

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *