কে কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে জেনে নিন

কে কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে, ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে, ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকায় কোন কোন দেশ অবস্থান করছে, আপনি কি জানতে চান এই প্রশ্ন গুলোর উত্তর? আপনার উত্তর হয়ে থাকে “হ্যাঁ”, তাহলে আর্টিকেলের পরবর্তী অংশটুকু পড়ুন আর জানুন- কে কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে সে সম্পর্কে বিস্তারিত।  

কে কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে

কে কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে

ইতিহাস পর্যালোচনা করলে জানা যায়– ক্রিকেটের ইতিহাসে প্রথম বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৭৫ সালে এবং এখনো পর্যন্ত সর্বমোট ১২ টি বিশ্বকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আর ১৯৭৫ সাল থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল তালিকায় এ পর্যন্ত ৬ টি দেশ নিজেদের নাম বিজয়ী তালিকায় অন্তর্ভুক্ত করতে পেরেছে। দেশগুলো হচ্ছে– অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজ। 

তবে এখন জানার বিষয়, কোন দেশটি কতবার ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করেছে? অতএব ক্রিকেট বিশ্বকাপ কারা কতবার জিতেছে? এ প্রশ্নের উত্তরটি পাওয়ার জন্য নিচের ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকাটি এক নজরে দেখে নিন এবং নির্বাচন করুন কে কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে!

আরও দেখুনঃ জান্নাত তোহা ভাইরাল ভিডিও লিংক দেখুন ১ ক্লিকে

বিজয়ী দেশের নামসালবিশ্বকাপ বিজয়ের সংখ্যা
ওয়েস্ট ইন্ডিজ১৯৭৫, ১৯৭৯২ বার
আস্ট্রেলিয়া১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫৫ বার
পাকিস্তান ১৯৯২১ বার
ইংল্যান্ড ২০১৯ ১ বার
ইন্ডিয়া১৯৮৩, ২০১১২ বার
শ্রীলঙ্কা১৯৯৬১ বার

আরও দেখুন ফাইনালের তালিকাসহ স্বাগতিক দেশ, স্থান ও ফলাফলের তালিকা

বিজয়ের বছরবিজয়ী দেশফলাফল/রান সংখ্যারানার্স-আপমাঠের স্থানস্বাগতিক দেশ(সমূহ)দর্শক উপস্থিতি সংখ্যা
১৯৭৫ওয়েস্ট ইন্ডিজ ২৯১/৮ (৬০ ওভার)ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে বিজয়ীঅস্ট্রেলিয়া
২৭৪ (৫৮.৪ ওভার)
লর্ডস, লন্ডনইংল্যান্ড২৪,০০০
১৯৭৯ওয়েস্ট ইন্ডিজ ২৮৬/৯ (৬০ ওভার)ওয়েস্ট ইন্ডিজ ৯২ রানে বিজয়ীইংল্যান্ড
১৯৪ (৫১ ওভার)
লর্ডস, লন্ডনইংল্যান্ড৩২,০০০
১৯৮৩ভারত১৮৩ (৫৪.৪ ওভার)ভারত
৪৩ রানে বিজয়ী
ওয়েস্ট ইন্ডিজ
১৪০ (৫২ ওভার)
লর্ডস, লন্ডনইংল্যান্ড৩০,০০০
১৯৮৭অস্ট্রেলিয়া ২৫৩/৫ (৫০ ওভার)অস্ট্রেলিয়া
৭ রানে বিজয়ী
ইংল্যান্ড
২৪৬/৮ (৫০ ওভার)
ইডেন গার্ডেনস, কলকাতা, ভারতভারত ও পাকিস্তান৯৫,০০০
১৯৯২পাকিস্তান ২৪৯/৬ (৫০ ওভার)পাকিস্তান
২২ রানে বিজয়ী
ইংল্যান্ড
২২৭ (৪৯.২ ওভার)
এমসিজি, মেলবোর্ন, অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড৮৭,১৮২
১৯৯৬শ্রীলঙ্কা
২৪৫/৩ (৪৬.২ ওভার)
শ্রীলঙ্কা
৭ উইকেটে বিজয়
অস্ট্রেলিয়া
২৪১/৭ (৫০ ওভার)
গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর, পাকিস্তান ছুরিভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা৬২,৬৪৫
১৯৯৯অস্ট্রেলিয়া ১৩৩/২ (২০.১ ওভার)অস্ট্রেলিয়া
৮ উইকেটে বিজয়ী
পাকিস্তান
১৩২ (৩৯ ওভার)
লর্ডস, লন্ডনইংল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস৩০,০০০
২০০৩অস্ট্রেলিয়া ৩৫৯/২ (৫০ ওভার)অস্ট্রেলিয়া
১২৫ রানে বিজয়ী
 ভারত
২৩৪ (৩৯.২)
ওয়ান্ডারার্স জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকাকেনিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে৩২,৮২৭
২০০৭অস্ট্রেলিয়া ২৮১/৪ (৩৮ ওভার)অস্ট্রেলিয়া
৫৩ রানে বিজয়ী
শ্রীলঙ্কা
২১৫/৮ (৩৬ ওভার)
কেনসিংটন ওভাল, ব্রিজটাউনওয়েস্ট ইন্ডিজ২৮,১০৮
২০১১ভারত
২৭৭/৪ (৪৮.২ ওভার)
ভারত
৬ উইকেটে বিজয়ী
শ্রীলঙ্কা
২৭৪/৬ (৫০ ওভার)
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই, ভারতবাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা৪২,০০০
২০১৫অস্ট্রেলিয়া ১৮৬/৩ (৩৩.১ ওভার)অস্ট্রেলিয়া
৭ উইকেটে বিজয়ী
নিউজিল্যান্ড
১৮৩ সবাই আউট (৪৫ ওভার)
এমসিজি, মেলবোর্ন, অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড৯৩,০১৩
২০১৯ইংল্যান্ড
২৪১ সবাই আউট (৫০ ওভার)
ইংল্যান্ড সুপার ওভারে বিজয়ীনিউজিল্যান্ড
২৪১/৮ (৫০ ওভার)
লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন, ইংল্যান্ড ইংল্যান্ড ও নিউজিল্যান্ড৩২,০০০

তো পাঠক বন্ধুরা, আপনি যদি উপরন্ত টেবিলটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কোন দেশটি একের অধিক বার বিশ্বকাপ জিতেছে এবং কোন দেশ কতবার বিশ্বকাপ খেলেছে এই প্রশ্ন গুলোর উত্তর আপনার কাছে সুস্পষ্ট। তবে এখন আসুন বাংলাদেশ ক্রিকেট নিয়ে জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ বিষয়। 

কেননা আপনারা যারা বাঙালি এবং আজকের এই আর্টিকেলটি পড়ছেন, তাদের অনেকেই এটা ভাবছেন বাংলাদেশ কতবার ক্রিকেট এশিয়া কাপ জিতেছে অথবা বাংলাদেশ কতবার ক্রিকেট বিশ্বকাপ খেলেছে? নাকি আদৌ বাংলাদেশ ক্রিকেট দল কখনো বিশ্বকাপ পর্যন্ত পৌঁছায়নি!

মূলত আপনি যদি নিয়মিত খেলা দেখে থাকেন তাহলে এই সম্পর্কে অল্পস্বল্প হলেও জানবেন। আর যদি না দেখেন এবং না জানেন তাহলে আসুন জে্নে নেই- বাংলাদেশ কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে এবং ক্রিকেট বিশ্বকাপ নিয়ে তাদের কোন আলোচিত ঘটনা রয়েছে কিনা সে সম্পর্কিত তথ্যগুলি। 

আরও দেখুনঃ Moye Moye Meaning | ময়ে ময়ে মানে কি | Moye Moye মানে কি | Moye Moye Bangla Ki

বাংলাদেশ কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে

এপর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে পৌঁছেছে ০৫ বার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখনো পর্যন্ত একটি বারও বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ জেতেনি। তারা মূলত ইতোমধ্যে ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১ এবং ২০১৫ সালে বিশ্বকাপ খেলা খেলেছে। তবে  ২০২৩ সালে এসে হয়তো বাংলাদেশের ভাগ্য বদলাতে পারে। কেননা ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলবে। আর হ্যাঁ- আপনি যদি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি ২০২৩ সম্পর্কে জানতে চান। অতএব বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে এ সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে নিচের ছকটি দেখুন।

খেলার তারিখবাংলাদেশ সময়ম্যাচভ্যানু
০৭ অক্টোবর১১:৩০ amবাংলাদেশ বনাম আফগানিস্থানহিমাচল প্রদেশ
১০ অক্টোবর২:৩০ pmবাংলাদেশ বনাম ইংল্যান্ডহিমাচল প্রদেশ
১৩ অক্টোবর১১:০০ amবাংলাদেশ বনাম নিউজিল্যান্ডচেন্নাই
১৯ অক্টোবর২:৩০ pmবাংলাদেশ বনাম ভারতগাহুঞ্জে
২৪ অক্টোবর২:৩০ pmবাংলাদেশ বনাম সাউথ আফ্রিকামুম্বাই
২৮ অক্টোবর২:৩০ pmবাংলাদেশ বনাম নেদারল্যান্ডসহিমাচল প্রদেশ
৩১ অক্টোবর২:৩০ pmবাংলাদেশ বনাম পাকিস্থানকলকাতা
০৬ নভেম্বার২:৩০ pmবাংলাদেশ বনাম শ্রীলঙ্কাদিল্লি
১২ নভেম্বার১১:৩০ amবাংলাদেশ বনাম অস্ট্রেলিয়াগাহুঞ্জে

আর হ্যাঁ, ৭ই অক্টোবর বাংলাদেশ ক্রিকেট ম্যাচ আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিজয়ী হয়েছে। সেই সাথে ১০ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচে ইংল্যান্ডকে ১৩৭ রানে হারিয়ে দ্বিতীয়বার বিজয়ী হয়েছে। এখন দেখার বিষয় পাঁচ পাঁচ বার বিশ্বকাপ হেরে ২০২৩ সালের ষষ্ঠবারের মতো বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকায় অবস্থান করতে সক্ষম হয় কিনা! 

তো পাঠক বন্ধুরা, এবার আসুন আলোচনার শেষ পর্যায়ে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে এ সম্পর্কিত কয়েকটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর জানার মাধ্যমে আজকের আলোচনার ইতি টানা যাক। সেই সাথে যদি আপনাদের অন্য কোন মন্তব্য বা প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, কেননা আপনাদের উপকারের কথা ভেবেই প্রতিনিয়ত কাজ করছে আমাদের alleasyadvice টিমটি। 

বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কিত প্রশ্নোত্তর

১. টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে

উত্তর- অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, পাকিস্তান, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। তবে কোন দেশ কতবার জিতেছে এ সম্পর্কে এ টু জেড জানতে নিচের ভিডিওটি দেখুন। 

২. Odi ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

উত্তরঃ Odi ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে এ প্রশ্নের সমাধান পেতে আর্টিকেলে উল্লেখিত দ্বিতীয় নম্বর টেবিলটি পুনরায় পড়ুন। 

৩. ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে

উত্তর- ওয়ানডে বিশ্বকাপ কে কতবার জিতেছে ইতিমধ্যে আমরা আর্টিকেলে উল্লেখ করেছি। তাই এই প্রশ্নের সমাধান পেতে পুনরায় আর্টিকেলটি পড়ুন। 

৪. ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে?

উত্তর- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা, যেটি ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার ১৩শ আসর হিসেবে ২০২৩ সালের অক্টোবর ও নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে।

৬. প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছিল কোন দেশ

উত্তর- ওয়েস্ট ইন্ডিজ

৭. ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচি

উত্তর- ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ খেলা শুরু হয়েছে ৫ই অক্টোবর থেকে। আর এই খেলাটি চলমান থাকবে নভেম্বরের ১২ তারিখ পর্যন্ত। আপনি যদি ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের সময়সূচির এ টু জেড জানতে চান তাহলে আমাদের আর্টিকেলে উল্লেখিত তৃতীয় নাম্বার টেবিলটি পুনরায় দেখুন। 

আশা করি আপনি কে কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে, টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে, Odi ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে, বাংলাদেশ কতবার ক্রিকেট এশিয়া কাপ জিতেছে এসকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর্টিকেল টি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো।

আরও দেখুনঃ

All Easy Google News
Setu
Setu

Assalamu Alaikum, I am Setu. An ordinary girl studying in honors. Currently engaged in the world of technology. I am very passionate about blogging and writing. I like to learn and share something new😇

Articles: 134

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *